জয়পুরহাটে ৩৫ জন দরিদ্র ও মেধাবি ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান

150

জয়পুরহাট, ৭ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধের লক্ষ্যে আজ ৩৫জন ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেয়া হয়েছে চারলাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় আজ বুধবার একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৭ ও ২০১৮ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৪ থেকে ৫ পর্যন্ত প্রাপ্ত অতিদরিদ্র পরিবারের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে মোট ৪ লাখ ২০ হাজার টাকার ওই শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’র নির্বাহী পরিচালক মো. মতিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে এবং আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে হালিমা বেগম ও আরমান হোসেন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।