হলি আর্টিজান মামলায় ৩ পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ

146

ঢাকা, ৬ আগস্ট, ২০১৯ (বাসস) : রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালে সন্ত্রাসী হামলা ঘটনায় দায়ের করা মামলায় আজ তিন পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
সাক্ষীরা হলেন, খিলগাঁও থানার (অপারেশন) ইন্সপেক্টর হুমায়ুন কবির, উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর জয়নাল আবেদিন ও কন্সটেবল আশরাফুল আলম।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. মুজিবুর রহমান সাক্ষ্য গ্রহণ করেন এবং পরবর্তী শুনানির দিন আগামী ২০ আগস্ট ধার্য করেন।
এই মামলায় এ পর্যন্ত ২১১ সাক্ষীর মধ্যে ৮৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
জঙ্গিরা ২০১৬ সালের জুলাই মাসে ওই ক্যাফেতে হামলা চালিয়ে ২০ জন সাধারণ মানুষকে হত্যা করে। তাদের বেশিরভাগই বিদেশি। সেসময় তাদের বাঁচাতে চেষ্টারত দুই পুলিশ কর্মকর্তাও মারা যান। পরে এক কমান্ডো অপারেশনে পাঁচ জঙ্গি নিহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী গুলশান থানায় একটি মামলা দায়ের করে।