বাসস দেশ-২১ : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

109

বাসস দেশ-২১
সিনহা-মামলা
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
ঢাকা, ৬ আগস্ট, ২০১৯ (বাসস) : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ আনা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস নতুন করে দিন ধার্য করেন।
গত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেন ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। নাজমুল হুদার অভিযোগ, এস কে সিনহা তাকে প্রস্তাব দেন যে, তিনি যদি দুই কোটি টাকা দেন তবে তাকে তার বিরুদ্ধে থাকা মামলা থেকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয়া হবে।
বাসস/এমএইচআর/অনুবাদ-কেজিএ/১৮১০/কেএমকে