বাসস দেশ-১৪ : নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে হাইকোটের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

136

বাসস দেশ-১৪
হাইকোর্ট-আদেশ
নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে হাইকোটের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ
ঢাকা, ৬ আগস্ট, ২০১৯ (বাসস): সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছেন আজ হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
গতকাল সোমবার সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষে এ বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী।
এডভোকেট ইউসুফ আলী সাংবাদিকদের জানান, ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে এই সময়ে ওই গেজেট প্রকাশ করা যাবে না।
বাসস/এএসজি/ডিএ/১৭০৬/-আসচৌ