বাসস ক্রীড়া-৬ : মিগনোলেটের জায়গা আদ্রিয়ানকে নিল লিভারপুল

105

বাসস ক্রীড়া-৬
ফুটবল-লিভারপুল
মিগনোলেটের জায়গা আদ্রিয়ানকে নিল লিভারপুল
লন্ডন, ৬ আগস্ট ২০১৯ (বাসস) : ইউরোপীয়ান চ্যাম্পিয়ন লিভারপুলে নাম লিখিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান। দলের দ্বিতীয় গোলরক্ষক বেলজিয়ান সিমোন মিগনোলেট দেশে ফিরে গিয়ে ক্লাব ব্রাগেতে যোগ দেয়ায় ফ্রি ট্রান্সফার সুবিধাতে আদ্রিয়ানকে দলে ভিড়িয়েছে লিভারপুল।
৩২ বছর বয়সী আদ্রিয়ানকে লিভারপুলের প্রথম পছন্দ এ্যালিসনের সাথে লড়াই করেই দলে টিকে থাকতে হবে। গত ছয় বছরে ওয়েস্ট হ্যামের হয়ে ১০০টিরও বেশী ম্যাচ খেলার মাধ্যমে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা আছে এই স্প্যানিয়ার্ডের। লিভারপুলের ওয়েবসাইটে দলবদল প্রসঙ্গে আদ্রিয়ান বলেছেন, ‘আমি খুবই উচ্চাকাঙ্খী। এখানে এসে সব কিছু জয়ের চেষ্টা করবো। প্রথম মিনিট থেকেই আমার চেষ্টা থাকবে এ্যালিসনের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখার। সবাই মিলেই ক্লাবের জন্য ভাল কিছু করতে চাই। আমাদের সামনে অনেক প্রতিযোগিতা অপেক্ষা করছে। এজন্য আমাদের লড়াই করতে হবে। এ্যানফিল্ডে প্রথম ম্যাচ খেলার জন্য আমি মুখিয়ে আছি। চেষ্টা থাকবে যতটা সম্ভব ম্যাচ জয় করার।’
বেলজিয়াম জাতীয় দলের জার্সি গয়ে ২২টি ম্যাচ খেলেছেন মিগনোলেট। ৬.৪ মিলিয়ান পাউন্ডের বিনিময়ে তিনি ব্রাগে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। বেলজিয়াম সর্বোচ্চ লিগের ক্লাবটির ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ৩১ বছর বয়সী মিগনোলেট লিভারপুলের প্রতি শুভকামনা জানিয়ে টুইট করেছেন, ‘সময়গুলো দারুণ কেটেছে। এখানে অনেক চড়াই-উতরাই ছিল। তবে এ্যানফিল্ডে আমি সবসময়ই আমার সময়গুলো উপভোগ করেছি। আমার কোন দু:খ নেই। সবসময়ই নিজের শতভাগ দেবার চেষ্টা করেছি। সর্বোচ্চ আস্থা ও পেশাদারীত্ব দিয়ে আমি লিভারপুলকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। একবার পরিবারের অংশ হয়ে গেলে তা সবসময়ই বজায় থাকে। হৃদয়ের অন্তস্থল থেকে আমি সবসময়ই রেডসদের হয়েই থাকবো।’
২০১৩ সালে সান্দারল্যান্ড থেকে আসার পর লিভারপুলের হয়ে মিগনোলেট ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।
বাসস/নীহা/১৬৪৫/মোজা/স্বব