নওগাঁয় ৪৭ কোটি ২৩ লক্ষ ২ হাজার টাকা বয়স্ক ভাতা বিতরণ

213

নওগাঁ, ৬ আগষ্ট,২০১৯ (বাসস): জেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারের বয়স্কভাতা কর্মসূচির আওতায় মোট ৭৮ হাজার ৭শ ১৭ জন উপকারভোগীর মধ্যে ৪৭ কোটি ২৩ লক্ষ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে মাসিক ৫শ টাকা হারে এ ভাতা বিতরণ করা হয়েছে। এতে এ এক বছরে একজন বয়স্ক ব্যক্তি ৬ হাজার টাকা করে পেয়েছেন।
জেলা প্রশাসকের প্রত্যক্ষ তদারকিতে সরকারের এ জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক নুর মোহাম্মদ জানিয়েছেন জেলা প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অত্যন্ত সফলভাবে এ কর্মসূচী বাস্তবায়ন সহজ হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের দেয়া তথ্য মোতাবেক জেলার ১১টি উপজেলা এবং পৌরসভাসমূহ ১২টি ইউনিটে ইউনিটভিত্তিক উপকারভোগী এবং ভাতা বিতরণের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৮ হাজার ২শ ৩২ জন উপকারভোগীর মধ্যে মোট ৪ কোটি ৯৩ লক্ষ ৯২ হাজার টাকা। পোরশা উপজেলায় ৪ হাজার ৩শ ৮১ জন উপকারভোগীর মধ্যে ২ কোটি ৬২ লক্ষ ৮৬ হাজার টাক। পতœীতলা উপজেলায় ৭ হাজার ৩শ ৯৭ জন উপকারভোগীর মধ্যে ৪ কোটি ৪৩ লক্ষ ৮২ হাজার টাকা। ধামইরহাট উপজেলায় ৫ হাজার ৭শ ৯ জন উপকারভোগীর মধ্যে ৩ কোটি ৪২ লক্ষ ৫৪ হাজার টাকা। রানীনগর উপজেলায় ৬ হাজার ৯১ জন উপকারভোগীর মধ্যে ৩ কোটি ৬৫ লক্ষ ৪৬ হাজার টাকা। মান্দা উপজেলায় ১১ হাজার ৫শ ১৪ জন উপকারভোগীর মধ্যে ৬ কোটি ৯০ লক্ষ ৮৪ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলায় ৭ হাজার ২শ ৯৩ জন উপকারভোগীর মধ্যে ৪ কোটি ৩৭ লক্ষ ৫৮ হাজার টাকা। আত্রাই উপজেলায় ৫ হাজার ৯শ ৮১ জন উপকারভোগীর মধ্যে ৩ কোটি ৫৮ লক্ষ ৮৬ হাজার টাকা। সাপাহার উপজেলায় ৪ হার্জা ৬শ ৩৮ জন উপকারভোগীর মধ্যে ২ কোটি ৭৮ লক্ষ ২৮ হাজার টাকা।মহাদেবপুর উপজেলায় ৮ হাজার ৪শ ৯৭ জন উপকারভোগীর মধ্যে ৫ কোটি ৯ লক্ষ ৮২ হাজার টাকা ও বদলগাছি উপজেলায় ৬ হাজার ২শ ১৯ জন উপকারভোগীর মধ্যে ৩ কোটি ৭৩ লক্ষ ১৪ হাজার টাকা এবং জেলার পৌরসভাসমূহে ২ হাজার ৭শ ৬৫ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ৬৫ লক্ষ ৯০ হাজার টাকা।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে বিগত ২০১৮-২০১৯ আর্থিক বছরে বরাদ্দকৃত ৪৭ কোটি ২৩ লক্ষ ২ হাজার টাকা শতভাগ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ বলেছেন বয়স্ক ভাতা বিতরণ সরকারের একটি যুগান্তকারী জনকল্যাণ মুখী কর্মসূচী। এতে সমাজে বয়স্ক মানুষের মর্যাদা বৃদ্ধি হয়েছে।