বাজিস-১ : জয়পুরহাটে ৮৫ হাজার ৬শ পরিবারের মাঝে চাল বিতরণ

339

বাজিস-১
জয়পুরহাট- চাল বিতরণ
জয়পুরহাটে ৮৫ হাজার ৬শ পরিবারের মাঝে চাল বিতরণ
জয়পুরহাট, ৬ আগস্ট, ২০১৯ (বাসস): ঈদ উল আজহা উপলক্ষে ২০১৮-২০১৯ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচীর আওতায় জয়পুরহাট জেলায় ৮৫ হাজার ৬ শ পরিবারের মাঝে ১ হাজার ২৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে এ চাল বিতরণের কার্যক্রম শুরু করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র বাসস’কে জানায়, অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় সরকার এবারও ভিজিএফ খাদ্যশস্য সহায়তা কার্ডের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে। ঈদের আগেই এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার চিহ্নিত করার জন্য ১২টি শর্ত দেয়া হয়েছে। যার মধ্যে কমপক্ষে ৪টি শতর্ পূরণ করতে হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র আরও জানায়, জেলার পাঁচ উপজেলার ৩২ টি ইউনিয়নের ৬৩ হাজার ৪ শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ৯ শ ৫১ মেট্রিক টন চাল এবং পাঁচটি পৌরসভার ২২ হাজার ২শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ শ ৩৩ মেট্রিক টন চাল । প্রতিটি কার্ডের বিপরীতে এবার ১৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম ।
বাসস/সংবাদদাতা/৯-১৭/নূসী