বাজিস-১১ : নীলফামারীর সৈয়দপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

565

বাজিস-১১
নীলফামারী-মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারী, ৫ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নে খড়খড়িয়া নদীতে আজ গোসল করতে নেমে পানিতে ডুবে জান্নাতি আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে নদীর চান্দিনা ব্রীজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের কোরবান আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকার ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি আক্তার সকালে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস সদস্যরা এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাহমুদুল হাসান ওই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১২০/-এমকে