বাসস ক্রীড়া-২ : লুকাকুর ব্যাপারে আশাবাদী ইন্টার বস কন্টে

98

বাসস ক্রীড়া-২
ফুটবল-লুকাকু
লুকাকুর ব্যাপারে আশাবাদী ইন্টার বস কন্টে
লন্ডন, ৫ আগস্ট, ২০১৯ (বাসস) : অল্প দিনের মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রোমেলু লুকাকুর সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইন্টার মিলানের কোচ এন্টোনিও কন্টে।
পুরো ট্রান্সফার উইন্ডোতে লুকাকুকে দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালিয়ান জায়ান্টরা। নতুন করে বেলজিয়ান এই তারকা ফরোয়ার্ডের জন্য ইউনাইটেডকে ৬৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেবারও ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে ইউনাইটেডের প্রাক-মৌসুম অনুশীলনে একটি ম্যাচেও মাঠে নামেননি লুকাকু। যে কারনে সান সিরোতে ২৬ বছর বয়সী লুকাকুকে আনার ব্যাপারে আরো বেশী আশাবাদী হয়ে উঠেছেন কন্টে। রোববার প্রাক মৌসুম প্রীতি ম্যাচে টটেনহ্যামের সাথে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর কন্টে বলেন, ‘সম্ভাব্য সেরা পথেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমি বুঝতে পারছি এখনো কিছু বিষয় নিষ্পত্তি হওয়ার প্রয়োজন আছে। কিন্তু এই মুহূর্তে আমি বেশ আশাবাদী। একইসাথে একটি বিশাল গ্রুপের সাথে আমি কাজ চালিয়ে যাচ্ছি যারা আমাকে সবদিক থেকেই আশ্বস্ত করে তুলেছে।’
এদিকে ইন্টারের সাথে এভারটনের সাবেক এই তারকাকে নিতে জুভেন্টাসও জোড় প্রচেষ্টা চালাচ্ছে। গুজব রয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ওল্ড ট্র্যাফোর্ডে ছেড়ে দিয়ে তার স্থানে লুকাকুকে দলে নিতে চাচ্ছে জুভেন্টাস। এ ব্যপারে অবশ্য সাবেক চেলসি বস কন্টে বলেছেন, ‘সত্যিকার অর্থেই আমি এ সম্পর্কে কিছুই জানিনা। পত্রিকায় বিষয়টি নিয়ে পড়েছি। আমি যখন চেলসিতে ছিলাম তখনো লুকাকুকে দলে নিতে চেষ্টা করেছিলাম।’
বাসস/নীহা/১৬১৫/স্বব