বাসস দেশ-৪০ : মশক নিধনে কীটনাশক বিষয়ে কারিগরি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ

490

বাসস দেশ-৪০
মশক নিধন-কমিটি
মশক নিধনে কীটনাশক বিষয়ে কারিগরি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ
ঢাকা, ৪ আগস্ট, ২০১৯ (বাসস) : বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক (লার্ভিসাইভ ও এভালটিসাইভ) প্রয়োগের পূর্বে এর কার্যকারিতা এবং তা মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কি-না তা নিশ্চিতকরণের জন্য কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) সভাপতি; ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোশনের প্রধান স¦াস্থ্য কর্মকর্তা, কৃষি সম্পসারণের অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের প্রধান রসায়নবিদ; স¦াস্থ্য শিক্ষা ব্যুারোর টেকনিক্যাল এডভাইজার ও রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিকে সদস্য এবং স্থানীয় সরকার বিভাগ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকার মশক নিবারণী দপ্তরের উপসচিবকে (সিটি কর্পোরেশন ১-শাখা) সদস্য সচিব করে কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।
কমিটির সদস্যরা মশক নিধনের জন্য উপযুক্ত কীটনাশক (লার্ভিসাইড ও এডালটিসাইড) নির্বাচন, সঠিক মাত্রা নির্ধারণ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে গুণগতমান নিশ্চিতকরণ-সহ লার্ভিসাইড ও এডালটিসাইড মানবদেহ, অন্যান্য কীটপতঙ্গ, মাছ ও জলজপ্রাণী এবং সামগ্রিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা নিশ্চিত করবে।
বাসস/তবি/এমএমবি/২৩৪০/এবিএইচ