বাসস দেশ-৩৮ : খালেদার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি মামলার শুনানি ২৭ আগস্ট

260

বাসস দেশ-৩৮
শুনানি-খালেদা
খালেদার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি মামলার শুনানি ২৭ আগস্ট
ঢাকা, ৪ আগস্ট, ২০১৯ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির জনগণের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার চার্জশীট গঠনের জন্য আগামী ২৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর আজ এই দিন ধার্য করেন। আদালত সংশ্লিষ্ট আজমল হোসেন রনি বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ২৯ জুলাই মামলাটির বিচার শুরু করতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তার কোর্ট থেকে মামলাটি স্থানান্তর করেন।
এই মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে অস্থায়ী নির্মাণার্ধীন নতুন ভবনে বর্ধিত আদালতে আরো ১২টি মামলার কার্যক্রম চলছে।
জননেত্রী পরিষদের প্রেসিডেন্ট এবি সিদ্দিকী ২০১৪ সালের ১৪ অক্টোবরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এই মামলা দায়ের করেন।
বাসস/সংবাদদাতা/অনু-এএএ/২১০০/কেএমকে