বাসস ক্রীড়া-১৪ : দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার ডু প্লেসিস

265

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বর্ষসেরা-দ.আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার ডু প্লেসিস
ঢাকা, ৪ আগস্ট ২০১৯ (বাসস) : ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে দুই অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ড্যান ফন নিয়েকার্ক। একই সাথে খেলোয়াড় কোটায় তারা বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ওয়ানডে ক্রিকেটেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ডু প্লেসিস। মহিলা ক্যাটাগড়িতে ফাস্ট বোলিং অল রাউন্ডার ম্যারিজান ক্যাপ এই পুরস্কারে ভুষিত হয়েছেন। এছাড়া কুইন্টন ডি কক ও ডেভিড মিলার পেয়েছেন যথাক্রমে পুরুষদের বর্ষসেরা টেস্ট ও টি-২০ ক্রিকেটারের পুরস্কার।
দক্ষিণ আফ্রিকার ফ্যানস প্লেয়ার্স অব দ্য ইয়ার হয়েছেন কাগিসো রাবাদা। সিএসএ’র বর্ষ সেরা বলের পুরস্কারটি পেয়ছেন আজহার আলীকে আউট করা পেসার ভারনন ফিলান্ডারের ডেলিভারিটি। চলতি বছরের শুরুতে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ওই উইকেটি তুলে নিয়েছিলেন তিনি।
এছাড়া টি-২০ বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেস বোলার সাবনিম ইসমাইল। বর্ষসেরা আন্তর্জাতিক নবগত প্রমীলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টুমি সেখুখুনে। বর্ষসেরা নবাগত পুরুষ ক্রিকেটারের পুরস্কারে ভুষিত হয়েছেন রাসি ফন ডার ডুসেন। যিনি ওয়ানডে ক্রিকেটের অভিষেক ম্যাচেই গড়ে ৭৩ স্ট্রাইক রেটে ৮১ রান সংগ্রহ করেছেন। আর টি-২০ ম্যাচের অভিষেকে সংগ্রহ করেছেন ১৩৩ রান।
গত বছর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত বক্সিংডে টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া ডেল স্টেইন ভুষিত হয়েছেন কেএফসি স্ট্রিটওয়াইজ পুরস্কারে। সিএসএ বর্ষ সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন শন জর্জ। তবে আম্পায়ারদের ‘আম্পায়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন বোঙ্গানি জেলে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/২০১৫/মোজা/স্বব