জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে সব জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা করবে বিসিক

310

ঢাকা , ৪ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ‘শতবার্ষিকী ও মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে ২০২০ সালে দেশব্যাপী (৬৪ জেলায় ) ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
আজ রোববার বিসিক ভবনে ‘বিসিকের মেলা ও ভবিষ্যত ভাবনা’-শীর্ষক এক কর্মশালায় বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশের ৬৪ জেলায় আয় থেকে ব্যয়ের ভিত্তিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা করবে বিসিক।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (বিপনন ও নকশা) মো. মাহবুবুর রহমান, বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, বিসিক পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান, বিসিক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল মান্নান, বিসিক পরিচালক (প্রকল্প) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিক মহাব্যবস্থাপক (বিপনন ও নকশা) শাকায়েতুল বারীসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।