জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাগুরায় পুরস্কার বিতরণ

305

মাগুরা, ৪ আগষ্ট ২০১৯ (বাসস): ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯’ উপলক্ষে মাগুরায় জেলা পর্যায়ের পুরস্কার আজ আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরন করা হয়েছে।
জেলা শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর।
জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীসহ জেলার চারটি উপজেলার ৭৪ জন বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।
এর আগে অনুষ্ঠানে ‘নিজ প্রাঙ্গণ পরিস্কার রাখি, সাবাই মিলে ডেঙ্গু নির্মূল করি’ এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিরাময়ে জনসচেতনতামূলক প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক আলী আকবর স্থানীয়ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন, লিফলেট বিতরণসহ শ্রেণীকক্ষে ডেঙ্গু নির্মূল বিষয়ক নির্দেশনা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।