ম্যানইউতে পগবার ভবিষ্যৎ নিয়ে কোন সন্দেহ দেখছেন না কোচ সুলশার

172

লন্ডন, ৪ আগস্ট, ২০১৯ (বাসস/এএফপি) : ম্যানচেস্টার ইউনাইটেডে পল পগবার ভবিষ্যৎ নিয়ে কোন সন্দেহ নেই বলে মনে করেন ক্লাবটির প্রধান কোচ উলে গুনার সুশলার।
কার্ডিফে মৌসুম পুর্ব ম্যাচে টাইব্রেকারে এসি মিলানকে হারানোর পর ইউনাইটেড স্কোয়াডে আর দেখা যায়নি বিশ্বকাপ শিরোপা জয়ী ফরাসি তারকা পল পগবাকে। তবে এই তারকা খেলোয়াড় পিঠের ব্যাথার কারণে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন সুলশার।
পগবা ইউনাইটেডে থাকছেন কিনা প্রশ্ন করা হলে জবাবে নরওয়ের এই কোচ বলেন, ‘এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কার্ডিফমুখি বিমান যাত্রায় আমি তাকে দলে পাবার আশা করিনি। অনুশীলনের পর আমি তার সঙ্গে কথা বলেছি এবং সে সুস্থতা বোধ করছে না বলে জানিয়েছে।’
সুলশার বলেন, ‘আগামী সপ্তাহে অনুশীলনের শুরুতেই তাকে দলে ফিরে পাব বলে আশা করছি। এটি ইনজুরি নয়। সে পিঠে সামান্য ব্যাথা অনুভব করছে। তাই তাকে নিয়ে এই মুহূর্তে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচের আগেই আশা করছি সে সুস্থ হয়ে যাবে।’
গত জুনে একটি মন্তব্যের কারণে ইউনাইটেডে পগবার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ সময় তিনি বলেছিলেন, ‘অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে ভাল একটি সময় কাটানো যেত।’
এদিকে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরেকে ৮০ মিলিয়ন পাউন্ডে লিস্টার থেকে দলভুক্তির ঘোষণা দিয়ে বক্তব্যের ইতি টানেন ইউনাইটেড বস। তিনি বলেন, ‘আশা করি যথা সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। অচিরেই এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’