বান্দরবানের লামায় সামাজিক বনায়নের লভ্যাংশ বিতরণ

159

বান্দরবান, ৪ আগস্ট ২০১৯ (বাসস): জেলার লামা উপজেলায় বন বিভাগের সদর রেঞ্জের আওতাধীন বমু বিটে ২০০৫-০৬ অর্থবছরে সৃজিত সামাজিক বনায়নের লভ্যাংশের আটলাখ ৫৫ হাজার ২২৫ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে সামাজিক বনায়নের ১৯ জন উপকারভোগীদের মধ্যে এ লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় লামা সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান, বুম বিট কর্মকর্তা আহসান উল্লাহ ভুইয়া, বাগান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
লামা সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, ২০০৫ সালে কক্সবাজার উত্তর বন বিভাগ হতে লামা বন বিভাগে হস্তান্তরের পর বমু বিটের আওতায় ৩৩৭ দশমিক ৮৮ হেক্ট্র পাহাড়ি জমিতে অংশীদারিত্বের ভিত্তিতে বাগান সৃজন করা হয়। এতে ৬২৬ জন উপকারভোগী রয়েছেন। পর্যায়ক্রমে সকল উপকারভোগি এ সুবিধা ভোগ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।