বাজিস-৮ : পিরোজপুরে মাদক বিক্রেতার ১৫ বছর কারাদন্ড

123

বাজিস-৮
পিরোজপুর-কারাদন্ড
পিরোজপুরে মাদক বিক্রেতার ১৫ বছর কারাদন্ড
পিরোজপুর, ৪ আগস্ট, ২০১৯ (বাসস): জেলায় আজ এক ইয়াবা বিক্রেতাকে ১৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান। কারাদন্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের অতিরিক্ত কারাদন্ডের আদেশও দেয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বাসষ্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদার এর পুত্র নূহু হাওলাদার (৩৫) ২০১৫ সালের ২২ নভেম্বর ১১শ’ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পরে। বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মশিউর রহমান ইয়াবাসহ আটক নূহু হাওলাদারকে ভান্ডারিয়া থানায় সোপার্দ করে এবং মাদক আইনে একটি মামলা দায়ের করে। ভান্ডারিয়া থানার এসআই মজিবুর রহমান তদন্ত শেষে নূহু আলমের বিরুদ্ধে একই বছরের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান এর আদালতে এলে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এবং অভিযোগ পত্রসহ সকল কাগজ পত্র পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত ভাবে নিশ্চিত হন যে, নূহু এ মাদক বিক্রির সাথে জড়িত। এ অপরাধে তাকে ১৫ বছরের কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেয়া হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মোঃ আলাউদ্দিন, আসামী পক্ষে ছিলেন আহসানুল কবীর বাদল।
বাসস/সংবাদদাতা/১৪৪০/নূসী