বন্যায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী তালিকা করতে হবে : জি.এম. কাদের এমপি

367

ঢাকা, ৩ আগস্ট, ২০১৯ (বাসস): জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এমপি বলেছেন, প্রতিবছরই কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তারাঞ্চলের লাখ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য স্থায়ী তালিকা করতে হবে।
আজ শনিবার সকালে কুড়িগ্রাম জেলার পাঁচগাছি ইউনিয়ন কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, পনির উদ্দিন আহমেদ এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
জি,এম.কাদের বলেন, প্রধান বিরোধী দল হিসেবে আমরা সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষই কষ্টের মাঝেও ত্রণের জন্য লাইনে দাঁড়াতে চায় না। তাই তালিকা অনুযায়ী ত্রাণ দিলে সবার মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের স্থায়ী বন্দোবস্ত হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে। মানুষের মাঝে ভীতিকর অবস্থা বিরাজ করছে। ডেঙ্গুজ¦রে মানুষ মারা যাচ্ছে। তাই সবাইকে একযোগে কাজ করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।