ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

179

ঢাকা, ৩ আগস্ট, ২০১৯ (বাসস) : গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড গ্রুপকে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং দীর্ঘ দিন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা ও এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ থাকায় দুই লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত।
এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়।
ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।