ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতে খাড়া পাহাড় ধসে নিহত ৩

266

লস অ্যাঞ্জেলস, ৩ আগস্ট, ২০১৯ (বাসস): ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতমুখী একটি খাড়া পাহাড়ের অংশ বিশেষ ধসে পড়ায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে। সৈকতে বেড়াতে যাওয়া লোকেদের ওপর পাহাড় ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
সান দিয়াগোর উত্তরে গ্র্যান্ড ভিউ সার্ফ ভিউ বিচ অভিমুখী একটি সোপানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সান দিয়াগো কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্ট ইতোপূর্বে এক ব্যক্তি নিহত হওয়ার কথা জানায় । তবে পরে এনসিনিটাস কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে আহত অবস্থায় যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারাও নিহত হয়েছে। সান দিয়াগো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের লেফটন্যান্ট টেড গ্রীনাওয়ার্ল্ড জানান, সেখানে পাহাড় ধসের পর ধ্বংসস্তুপের ভেতর থেকে আটকা পড়া অন্ততঃ দুইজনকে উদ্ধার করা হয়।
এনকিনিটাস লাইফগার্ড ক্যাপ্টেন ল্যারি গিলস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকারিরা সম্ভাব্য ক্ষতিগ্রস্থদের অনুসন্ধানে কুকুর নিয়ে অভিযান চালাচ্ছে।