বাসস ক্রীড়া-১৭ : ইনজুরির কারণে মৌসুম উডের মৌসুম শেষ

262

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-ইংল্যান্ড
ইনজুরির কারণে মৌসুম উডের মৌসুম শেষ
লন্ডন, ২ আগস্ট, ২০১৯ (বাসস) : ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে গেছে ইংল্যান্ড ফাস্ট বোলার মার্ক উডের। সাইড স্ট্রেন এবং হাঁটুতে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান এ্যাশেজ সিরিজসহ মৌসুমের বাকি সময় থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফাস্ট বোলার উড। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে আজ শুক্রবার এ কথা জানানো হয়েছে।
গত মাসে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেনে পড়েন উড। এমনকি চলতি সপ্তাহে তার অস্ত্রোপচারও করা হয়।
ইসিবির উদৃতি দিয়ে বিবিসি জানায়, ‘এ সব ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়ে কোন প্রকার ক্রিকেটে তাকে আর পাওয়া যাবে না।’
জোফরা আর্চারের (২০) পর বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন উড। দশ ম্যাচে তিনি ১৮ উইকেট নেন।
চলতি এ্যাশেজ সিরিজে দলের বোলিং বিভাগ নিয়ে সমস্যায় রয়েছে ইংল্যান্ড। সাউড স্ট্রেনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান প্রথম টেস্ট খেরতে পারেননি আর্চার। এছাড়া গতকাল বৃস্পতিবার ম্যাচের প্রথম দিনে পুনরায় কাফ ইনজুরিতে পড়েছেন দলের তারকা বোলার জেমস এন্ডারসন।
বাসস/১৯৫৫/-স্বব