বাসস দেশ-২২ : খাবার হোটেলে সিলিন্ডার লিকেজ : পিতা-পুত্রসহ দগ্ধ ৩

246

বাসস দেশ-২২
সিলিন্ডার লিকেজ-দগ্ধ-আহত
খাবার হোটেলে সিলিন্ডার লিকেজ : পিতা-পুত্রসহ দগ্ধ ৩
ঢাকা, ২ আগস্ট, ২০১৯ (বাসস) : রাজধানীর পুরাণ ঢাকার হাজারীবাগ থানাধীন গনকটুলিতে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনে পিতাপুত্রসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, দোকানটির মালিক জয়নাল আবেদীন (৬৫), তাঁর ছেলে মো. শহিদ (৪০) ও কর্মচারী সজীব ওরফে জাহিদ (২২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শহিদের শরীরের ৪০ শতাংশ, জয়নাল আবেদীনের ১০ শতাংশ ও সজীব ওরফে জাহিদের ৮ শতাংশ পুড়ে গেছে। তাঁদের মধ্যে শহিদের অবস্থা সংকটাপন্ন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আব্দুল খানের উদ্ধৃতি দিয়ে বাসস’র মেডিকেল সংবাদদাতা জানান, হোটেল মালিক জয়নাল আবেদীনের বাড়ি পুরান ঢাকার গনকটুলিতে। তিনি বাড়ির পাশেই ছোট একটি খাবারের হোটেল চালাতেন। দোকানটিতে সকালে রুটি ও সবজি এবং বিকেলে পুরি ও শিঙাড়া বিক্রি করা হতো। এই দোকানে আজ দুপুরে সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে জয়নাল আবেদীন, তাঁর ছেলে মো. শহিদ ও কর্মচারী সজীব ওরফে জাহিদ দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৪৫/জেজেড