বাসস দেশ-২০ : সাভারে বাস থেকে ছিটকে পড়ে ছাত্রীর প্রাণহানি

241

বাসস দেশ-২০
সড়ক দুর্ঘটনা-নিহত
সাভারে বাস থেকে ছিটকে পড়ে ছাত্রীর প্রাণহানি
সাভার, ২ আগস্ট, ২০১৯ (বাসস) : সাভারে বাস থেকে ছিটকে পড়ে এক ছাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, চলন্ত বাসে হঠাৎ ব্রেক করায় শিল্পী আক্তার নামে এক বাস যাত্রী ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মারা যান। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পীর বাড়ি কুমিল্ল¬া জেলার দেবিদ্বার থানা এলাকায়। সে চট্টগ্রাম উত্তর হালিশহর ‘চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে’ কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী ছিল।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এস এম সায়েদ বাসসকে বলেন, রাজধানী থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর যাওয়ার পথে সিএন্ডবি এলাকায় পৌঁছলে এক যাত্রী বাসটিকে থামানোর সংকেত দেয়। চালক এ সময় বাসটি থামানোর জন্য জরুরি ব্রেক করলে গেটের পাশের সিটে বসে থাকা ওই শিক্ষার্থী বাস থেকে ছিটকে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহায়তায় বাসের চালক জাহিদ হাসানকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯১৫/এসই