বাংলাদেশ স্কাউটস’র ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম শুরু

174

ঢাকা, ২ আগস্ট ২০১৯ (বাসস) : বাংলাদেশ স্কাউটস ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যক্রম শুরু করেছে। আজ এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬টি ওয়ার্ডে ১৩ হাজার ৮৫টি বাড়ি পরিদর্শন করে ১ হাজার ১৩২ স্থানে এডিস মশার লার্ভা উৎসস্থল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে ২৫ হাজার ৩০৯টি বাড়ি পরিদর্শন করে ১ হাজার ১৫৮ স্থানে এডিস মশার লার্ভা উৎসস্থল পাওয়া গেছে।
তথ্যবিবরণীতে জানানো হয়, বাংলাদেশ স্কাউটস ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য জোন ভিত্তিক আয়োজিত অভিযানের লক্ষ্যে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া যায়।
এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২৮০ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৭৮ জন রোগী সনাক্ত করা হয়।