ঝালকাঠির নলছিটিতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

225

ঝালকাঠি, ২ আগস্ট ২০১৯ (বাসস) : জেলার নলছিটিতে আজ থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন আমু এমপি।
তিনি বলেন, ‘অক্সিজেন দেয়ার পাশাপাশি, একটি গাছ বিপদের সময় ফিক্সড ডিপোজিটের মত কাজ করে। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হাত থেকে বাঁচতেও আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত মিলি।
মেলায় ১৪টি স্টলে ফল ও ফলের গাছের চারা, কৃষির আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহার বিধি প্রদর্শন করা হচ্ছে।