বাসস ক্রীড়া-১৫ : তামিমকে বিশ্রাম নিতে বললেন বন্ধু সাকিব

271

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বাংলাদেশ
তামিমকে বিশ্রাম নিতে বললেন বন্ধু সাকিব
ঢাকা, ১ আগস্ট ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপ থেকে রান খড়ায় ভুগতে থাকা বন্ধু তামিম ইকবালকে বিশ্রামের পরামর্শ দিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। বিশ্বকাপের মাত্র ১টি হাফ-সেঞ্চুরি করা তামিম গতকাল শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজে তিন ইনিংসে করেছেন মাত্র ২১ রান। নিজের পারফরমেন্সে হতাশ তামিম নিজেও। তবে ফর্ম ফিরে পেতে চেষ্টার ত্রুটি করছেন না তামিম। কিন্তু দুভার্গ্য পিছু ছাড়ছে না তামিমের। তাই ব্যর্থতাকে ভুলে নতুনভাবে শুরু করার জন্য তামিমকে পরামর্শ দিলেন সাকিব। তিনি বললেন, ‘তামিমের উচিত বিশ্রাম নেয়া এবং ভালোভাবে ফিরে আসা।’
২০০৭ সালে ওয়ানডে অভিষেক ঘটে তামিমের। এরপর টেস্ট ও টি-২০ ফরম্যাটেও নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। ওয়ানডে অভিষেকের পর প্রথম পাঁচ বছর তার ব্যাটিং গড় ২১ থেকে ৩৩-এর ভেতরই ছিলো। এসময় মাত্র ৩টি সেঞ্চুরি করেন তিনি। তবে ২০১৩ সালে তামিমের ব্যাটিং গড় ৪০ স্পর্শ করে। এরপর থেকেই ব্যাট হাতে আলো ছড়াতে থাকেন তামিম। যা শুরু হয় ২০১৫ সাল থেকে। বছর শেষে দেখা গেছে তার ব্যাটিং গড় ৪০এর নিচে নামেনি, উল্টো বেড়েছে। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত তার ব্যাটিং গড় ছিলো যথাক্রমে- ৪৬ দশমিক ৩৭, ৪৫ দশমিক ২২, ৬৪ দশমিক ৬০ ও ৮৫ দশমিক ৫০।
২০১৮ সালে ১২ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ- সেঞ্চুরিতে ৬৮৪ রান করেছিলেন তামিম। গেল বছর ক্যারিয়ারের সর্বোচ্চ গড়েও পৌঁছান তিনি। তাই ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম অস্ত্র ছিলেন তামিম। কিন্তু বিশ্বকাপে পাওয়া গেল না তামিমকে। মাত্র ১টি হাফ-সেঞ্চুরিতে ২৯ দশমিক ৩৭ গড়ে ৮ ইনিংসে ২৩৫ রান করেন তিনি। বিশ্বকাপের পর শ্রীলংকা সিরিজে আরও বেশি ব্যর্থ তামিম। তিন ইনিংসে মাত্র ২১ রান তার ব্যাট থেকে। এতে তামিম নিজেও হতাশ।
শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষে তামিম বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না আমার। তবে এমন নয় যে, আমি চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি ভালো করার জন্য, কিন্তু সেটা যথেষ্ঠ ছিল না। দেশে ফিরে সময় নিতে চাই। এরপর নিজের ভুল ও দুর্বলতাগুলো নিয়ে কাজ করতে চাই এবং আবারও দ্রুত ফিরে আসতে চাই।’
নিজের ভুল শুধরানোর জন্য সাবেক কোচ জেমি সিডন্সের শরণাপন্ন হন তামিম। আর শ্রীলংকার মাটিতে বাংলাদেশের আরেক সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে পরামর্শও করেন তিনি। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। ব্যাট হাতে ব্যর্থ হয়েই দেশে ফিরতে হলো তামিমকে।
তবে বন্ধু তামিমকে ব্যর্থতা থেকে বের হবার টনিক দিয়েছেন সাকিব। আজ সকালে বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানে শ্রীলংকা সফর নিয়ে কথা বলতে হয় সাকিবকে। স্বাভাবিকভাবেই আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিলেন বন্ধু তামিম। তাই তামিমের ব্যাপারে সাকিব নিজের অভিমতও জানান।
তামিমের অফ-ফর্ম নিয়ে সাকিব বলেন, ‘দেখুন একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে। এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, খুব ভালো একটা বিশ্রাম নেয়া। নিজেকে রিকভার করা ও ফ্রেশ হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত তামিম এটাই করবে।’
এসময় নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ আছে। আশা করছি, ফিট থাকলে খেলবো।’
বাসস/এএমটি/১৯৪০/মোজা/স্বব