বাসস ক্রীড়া-১৪ : পাকিস্তানের কোচ হিসেবে আকরামকে পছন্দ মিয়াঁদাদের

151

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-পাকিস্তান
পাকিস্তানের কোচ হিসেবে আকরামকে পছন্দ মিয়াঁদাদের
করাচি, ১ আগস্ট, ২০১৯ (বাসস) : বিদেশী কোচদের সত্যিকারার্থে খেলোয়াড়দের পারফরমেন্সের প্রতি আগ্রহ থাকে না মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আদর্শ প্রার্থী হতে পারেন সাবেক পেস লিজেন্ড ওয়াসিম আকরাম।
অতীতে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা মিয়াঁদাদ বলেন, ওয়াসিম আকরামের মত যারা অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং খেলোয়াড়ী জীবনে ভাল করেছেন তারাই জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ভাল হবে।
প্রশ্নের সুরে মিয়াঁদাদ বলেন, দেখুন বিশ্ব ওয়াসিম ও আমাদের অন্য খেলোয়াড়দের দক্ষতা অর্জন করছে কেননা সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় ও পারফরমেন্সের উন্নতি করা যায় তাদের খেলোয়াড়দের শেখাচ্ছে। তাদের টিপসগুলো বিস্ময়করভাবে কাজ করছে। তাই অন্য দেশগুলো যদি তাদের বিশেষজ্ঞদের াভিজ্ঞতা কাজে লাগাতে পারে তবে আমরা কেন আমাদের সাবেক গ্রেট ক্রিকেটারদের কাজে লাগিয়ে উপকৃত হতে পারব না?’
বিদেশী কোচদের সত্যিকারার্থে আমাদের খেলোয়াড়দের পারফরমেন্সের প্রতি কোন আগ্রহ নেই উল্লেখ করে মিঁয়াদাদ বলেন, ‘তাদের অধীনে খেলোয়াড়রা ভাল করলে তারা সবাই এক সময় কৃতিত্ব নিয়ে থাকে। তবে আন্তর্জাতিক কোন ইভেন্টে কোন খেলোয়াড় খারাপ করলে তারা খেলোযড়দের দোষ দেয়, বলে খেলোয়াড়রা শিখতে চায়না, দক্ষতা বাড়াতে চায় না। নিজেদের অভিজ্ঞ কেউ না থাকলে আপনারা বিদেশী পেশাদার কোচদের সেবা আপনারা নিতে পারেন। কিন্তু আপনার নিজেদের যদি যথেষ্ঠ যোগ্য লোক থাকে তখন বিদেশীদের আনা যথার্থ হবে না।’
আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবেলায় ল্যাপটপ কোচদের পরিবর্তে যারা হাতে কলমে শেখাবে পাকিস্তানের সে ধরনের ট্রেইনার দরকার বলেও মত দেন সাবেক ডান হাতি এ ব্যাটসম্যান।
এ ছাড়া পাকিস্তান দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্তে কোন প্রকার দ্বিধা-দন্দ্ব না রাখারও পরামর্শ দেন মিঁয়াদাদ।
তিনি বলেন, ‘আমি মনে করি একজন অধিনায়ক হিসেবে সরফরাজের যথেষ্ঠ মেধা আছে। এখন যেহেতু ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কোন ইভেন্টে নেতৃত্ব দিতে সে পুরোপুরি প্রশিক্ষিত তাই তাকে পরিবর্তন করাটা ঠিক হবে না।’
বাসস/স্বব/১৯২৫/মোজা/এএমটি