রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ১৭ সেপ্টেম্বর

146

ঢাকা, ১ আগস্ট, ২০১৯ (বাসস) : ঢাকার একটি আদালত ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছে আগামী ১৭ সেপ্টেম্বর।
তদন্ত সংস্থা সিআইডি আজ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী এই নতুন তারিখ দেন।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক একাউন্ট থেকে হ্যাকাররা ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে। এর মধ্যে ম্যানিলার আরসিবিসি ৪টি এনাউন্টে সরিয়ে নেয়া হয় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার এবং বাকি ২ কোটি মার্কিন ডলার নেয়া হয় শ্রীলংকার একটি ব্যাংকে।
কিন্তু হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলংকায় ২ কোটি ডলার নেয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন থেকে এক কোটি ৫০ লাখ ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (একাউন্ট ও বাজেট) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ এ ব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই মামলার তদন্ত করছে।