বাসস বিদেশ-৭ : ডিএমজেড অতিক্রম করে দ.কোরিয়ায় গেল উ.কোরিয়ার নাগরিক

132

বাসস বিদেশ-৭
উ.কোরিয়া-দ.কোরিয়া-রাজনীতি
ডিএমজেড অতিক্রম করে দ.কোরিয়ায় গেল উ.কোরিয়ার নাগরিক
সিউল, ১আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ার এক নাগরিক কোরীয় দ্বীপকে বিভক্ত করা ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় চলে গেছে। বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
সিউল সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ৬৫ বছরের বেশি সময় আগে যুদ্ধের কারণে বিভক্ত হয়ে পড়ার পর ৩০ হাজারের বেশি উত্তর কোরীয় নাগরিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে। এদের মধ্যে অনেকে দেশটির দীর্ঘদিনের আর্থিক সমস্যার কারণে দেশ ছেড়ে চলে যায়।
এক্ষেত্রে অধিকাংশ জনই দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে প্রথমে উত্তর কোরিয়ার প্রতিবেশি ও মিত্র দেশ চীনে যায়। তবে এভাবে ডিএমজেড অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার পালিয়ে যাওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। কেননা, এ জোনে উভয় দেশের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে।
বাসস/এমএজেড/১৪৩৫/জুনা