বীর মুক্তিযোদ্ধা শফিউল বশরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

422

ঢাকা, ৩১ জুলাই, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও সাবেক ডেপুটি এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শফিউল বশর ভান্ডারী গত সোমবার বিকেল চারটা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তার বয়েস হয়েছিল ৬৭ বছর।
তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সদস্য মরহুম শফিউল বশরের লাশ আজ বিকেলে তার নিজ গ্রামের বাড়ী কুমিল্লার দাউদকান্দির ভাগলপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শফিউল বশরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বিবৃতিতে এ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম শফিউল বশরের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।