বাসস দেশ-৪২ : চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ৪৭৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

306

বাসস দেশ-৪২
মন্ত্রিসভা-চট্টগ্রাম-বিমানবন্দর
চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ৪৭৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা, ৩১ জুলাই, ২০১৯ (বাসস) : সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের উন্নয়নে ৪৭২ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নিয়োগসহ দুটি প্রস্তাব অনুমোদন করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, কারিগরি মূল্যায়ন কমিটি মেসার্স মীর আখতার-সিএএমসিই -কে নির্বাচিত করায় কমিটি তাদের জয়েন ভেঞ্চার ক্রয়-প্রস্তাবটি অনুমোদন দিযেছে। তিনি বলেন, প্রকল্পটি প্রথম গত বছর ২ জানুয়ারি একনেকে অনুমোদন করা হয়। প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকার প্রকল্প। তিনি দীর্ঘদিন ধরে এই বিমারবন্দরটির অবকাঠামো কিভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে ভাবছিলেন।
মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে, রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী হবে। ফলে এয়ারবাস ৩৮০ ও বোয়িং-৭৭৭ জাতীয় সুপরিসর বিমান নির্বঘেœ ও নিরাপদে অবতরণ ও উড্ডয়ন করতে পারবে।
বৈঠকে এ প্রকল্পের জ্বালানি দক্ষতা বাড়াতে জ্বালানি বিভাগের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়।
জাপানের মিৎসুবিশি গবেষণা ইনস্টিটিউট ৫৯ কোটি ৭৬ লাখ টাকার এ প্রকল্পটির কন্ট্রাক্ট পেয়েছে।
বাসস/জিএম/অনু-এইচএন/২০৪০/কেএমকে