বাসস দেশ-৩৯ : ফরিদপুরে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় ৯জনের যাবজ্জীবন

311

বাসস দেশ-৩৯
মামলা-রায়
ফরিদপুরে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় ৯জনের যাবজ্জীবন
ফরিদপুর, ৩১ জুলাই, ২০১৯ ( বাসস): ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশ একযোগে জঙ্গী নাশকতার অংশ হিসেবে ফরিদপুর জেলা সদরে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় আজ ৯জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ফরিদপুরের বিশেষ দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারদন্ডের আদেশ দেয়া হয়। আদালত সূত্র জানায়, এ মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন।
রায় ঘোষণার সময় আদালতে আট আসামিকে হাজির করা হয়। সাজাপ্রাপ্ত অপর আসামি পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- আমীর সোহেল মিয়া, রায়হান মোল¬া, আমীর হোসেন, মাসুম বিল¬াম, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গাফফার, তোফাজ্জেল হোসেন ও খলিলুর রহমান। এছাড়া দন্ডপ্রাপ্ত আরেক আসামী মর্তূজা পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
অপরদিকে মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মিজানুর রহমান মুকুল ওরফে মোয়াবিয়া, ইউসুফ আলী ওরফে আল¬ামা ইউসুফ, ইয়াসিন সিকদার, তরিকুল ইসলাম ওরফে শুকুর এবং আরিফ খানকে বেকসুর খালাস দিয়েছে।
এ মামলায় সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) এডভোকেট গোলাম রব্বানী বাবু মিরধা বলেন, খালাস পাওয়াা পাঁচ আসামির বিরুদ্ধে আপিল করা হবে।
উল্লে¬খ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশ একযোগে জঙ্গী নাশকতার অংশ হিসেবে ফরিদপুর জেলা সদরেও সিরিজ বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০১০/কেএমকে