বাসস দেশ-৩৩ : উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৮টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি

160

বাসস দেশ-৩৩
এডিস মশা-ঘনত্ব
উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৮টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি
ঢাকা, ৩১ জুলাই, ২০১৯ (বাসস) : উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৮টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি।
আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়েছে, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৪০টি ওয়ার্ডের ২৪টি এলাকা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৮টি ওয়ার্ডের ৩৮টি এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি পাওয়া গেছে।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯৮টি ওয়ার্ডে মোট ১০০টি এলাকায় ১৭ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মৌসুমী এডিস জরিপ পরিচালনা করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৌসুমী এডিস জরিপ পরিচালনায় পরিত্যক্ত টায়ার, মেঝেতে জমে থাকা পানি, প্ল¬াস্টিক বালতি, মাটির পাত্র, ফুলের টব ও ট্রে, পরিত্যক্ত রং এর কৌটা, প্লাস্টিক মগ ও বদনা, টিন বা মেটাল ক্যান ইত্যাদি পাত্রে জমানো পানিতে এডিস মশার লার্ভার ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া গেছে।
বাসস/তবি/বিকেডি/১৯৪৫/কেজিএ