বাজিস-১০ : গোপালগঞ্জে অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

147

বাজিস-১০
গোপালগঞ্জ- সেমিনার
গোপালগঞ্জে অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
গোপালগঞ্জ, ৩১ জুলাই ২০২১ (বাসস) : ‘বাস্তব প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়’ শীর্ষক অভিবাসন সংক্রান্ত এক সেমিনার আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেমিনারের আয়োজন করে।
আজ বুধবার সকালে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. জাহাংগীর।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিরা অংশ নেন।
সেমিনারে বিদেশগামী কর্মিরা যাতে প্রতারিত না হন এবং তারা যাতে প্রশিক্ষিত হয়ে যেতে পারেন সেজন্য সরকারের নানাবিধ উদ্যোগের কথা উল্লেখ করা হয়। সেমিনারে চলতিবছর প্রতি উপজেলা থেকে একহাজার লোককে প্রশিক্ষিত করার উপর গূরুত্ব দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/১৮৪২/এমকে