বাজিস-৬ : জয়পুরহাটে ডেঙ্গু ও গুজব নিয়ে স্কাউটদের সতেনতামূলক র‌্যালি

114

বাজিস-৬
জয়পুরহাট-স্কাউটদের র‌্যালি
জয়পুরহাটে ডেঙ্গু ও গুজব নিয়ে স্কাউটদের সতেনতামূলক র‌্যালি
জয়পুরহাট, ৩১ জুলাই, ২০১৯ (বাসস) : ‘পরিবেশ পরিস্কার রাখি, মশার বিস্তার রোধ করি’ এ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ বালাই সম্পর্কে ও ছেলে ধরা গুজব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলায় স্কাউটরা বুধবার বেলা ১১ টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা ওই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া স্কাউটদের র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় মসজিদ চত্বরে শেষ হয়। এখানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ বালাই সম্পর্কে ও ছেলে ধরা গুজব বিষয়ে সচেতন থাকার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, স্থানিয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা, সিভিল সার্জন ডা: সামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরী, নন্দলাল পার্শী, জেলা স্কাউট সম্পাদক শাহাদুল ইসলাম সাজু প্রমূখ। জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক স্কাউট, রোভার ও গার্ল ইন স্কাউট সচেতনতা মূলক ওই র‌্যালিতে অংশগ্রহণ করে।
বাসস/সংবাদদাতা/১৪২৫/-নূসী