বাসস দেশ-৪ : দেশের প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

189

বাসস দেশ-৪
নদনদী-পরিস্থিতি
দেশের প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে
ঢাকা, ৩১ জুলাই, ২০১৯ (বাসস) : গঙ্গা ব্যতিত দেশের সকল প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ এ তথ্য জানিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের ৬৯টি স্টেশনে নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। ২২টি স্টেশনে বৃদ্ধি পেয়েছে, ৪টি স্টেশনে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ২টি স্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘন্টায় লরেরগড়ে ১৩৫ মিলিমিটার, কুমিল্লায় ৭৪ মিলিমিটার, কমলগঞ্জে ৬৫ মিলিমিটার এবং পরশুরামে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাসস/সবি/এসএস/১২৪৭/-এমএবি