নড়াইল প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

421

নড়াইল, ৩১ জুলাই, ২০১৯ (বাসস) : নড়াইল প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নড়াইলের তত্ত্বাবধায়ক বিনয় কৃষ্ণ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নেসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শাহ আলম ও পিটিআই নড়াইলের সহকারী তত্ত্বাবধায়ক হীরামন সরকার।
প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে ছিলেন। বর্তমান সরকার একটি মানোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে শিক্ষার প্রথম ধাপ থেকেই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শিশুদের প্রকৃত শিক্ষা দিয়ে তাদেরকে জঙ্গীবাদ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তিনি নড়াইল পিটিআই’র বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে পিটিআই’র শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।