বাজিস-১৩ : বান্দরবানের থানচিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৭শ’ পরিবারকে সহায়তা প্রদান

281

বাজিস-১৩
বান্দরবান- সহায়তা
বান্দরবানের থানচিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৭শ’ পরিবারকে সহায়তা প্রদান
বান্দরবান, ৩০ জুলাই ২০১৯ (বাসস) : জেলার থানচিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়নের সাতশ’ পরিবারকে নগদ অর্থ সহায়তা হিসাবে সর্বমোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এরমধ্যে নগদ অর্থ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ হাজার ৫০০ টাকা এবং প্রতিবন্ধীদের প্রতি পরিবারকে ৬ হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে থানচি সদর ও বলিপাড়া ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এই নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএসএইড এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-চট্টগ্রাম অঞ্চল, তৈমু-এর অর্থায়নে পরিচালিত স্যাপলিং প্রকল্পের আওতায় বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্তদের এ সহায়তা দেয়া হয়েছে।
থানচি সদর ও বলিপাড়া ইউনিয়নের পৃথকভাবে মানবিক সহায়তা প্রদানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
বিশেষ অতিথি ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান নুমে প্রু মারমা, বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানে উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গির আলম।
বাসস/সংবাদদাতা/২০৩৫/এমকে