বাসস দেশ-৩৯ : যুক্তরাষ্ট্রে বেক্সিমকো ফার্মা’র পঞ্চম ওষুধ রপ্তানি শুরু

135

বাসস দেশ-৩৯
বেক্সিমকো-যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বেক্সিমকো ফার্মা’র পঞ্চম ওষুধ রপ্তানি শুরু
ঢাকা, ৩০ জুলাই, ২০১৯ (বাসস) : দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ নাডোলল রপ্তানি শুরু করেছে।
নাডোলল ট্যাবলেট (২০ মি.গ্রা., ৪০ মি.গ্রা. এবং ৮০ মি.গ্রা.) ব্রিস্টল-মায়ার্স স্কুইব-এর করগার্ড ট্যাবলেটের সমতুল্য, যা উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যাথার (অ্যাঞ্জিনা পেকটোরিস) চিকিৎসায় ব্যবহৃত হয়। বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
কার্ভেডিলল, সোটালল, মোথোকার্বোমল এবং মেটফরমিন এরপর এটা বেক্সিমকো ফার্মার পঞ্চম ওষুধ যেটি বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
আইকিউভিআইএ’র তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে নাডোলল’এর ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে।
বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস’-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে পঞ্চম ওষুধ নাডোলল রপ্তানি শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সম্ভাবনাময় মার্কেট গুলোতে ক্রমবর্ধমান রপ্তানি বিশ^ বাজারে আমাদের ওষুধ শিল্পের বিকাশকে আরো সুদৃঢ় করবে।”
বেক্সিমকো ফার্মা বিশ্বব্যাপী ৫০ টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/এমএন/১৯২৫/কেজিএ