বাসস দেশ-৩৪ : পোশাক খাতের উন্নয়নে ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত

115

বাসস দেশ-৩৪
বিবি-চুক্তি-স্বাক্ষর
পোশাক খাতের উন্নয়নে ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ৩০ জুলাই, ২০১৯ (বাসস): বাংলাদেশ ব্যাংক তৈরি পোশাক খাতের (আরএমজি) অর্থনৈতিক স্থিতিশিলতা জোরদারে পাচঁটি ব্যাংক এবং দু’টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআইএস) সঙ্গে আজ একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির অধীনে বাংলাদেশী তৈরি পোশাক শিল্প খাতের কারখানায় সাপোর্ট সেফটি রিট্রোফিট এন্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডের অধীনে কেন্দ্রীয় ব্যাংক অংশগ্রহনকারী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক ও আথির্ক প্রতিষ্ঠানগুলো তালিকাভূক্ত করেছে।
তালিকাভূক্ত ব্যাংকগুলো হচ্ছে, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফিনান্স লিমিটেড এবং আইপিডিসি ফাইনান্স লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক মো. আবদুল মান্নান এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/ এমএমএ/অমি/১৮৪৭/আরজি