হেপাটাইটিস সম্পর্কে সচেতন হতে প্রধান বিচারপতির আহবান

220

ঢাকা, ৩০ জুলাই, ২০১৯ (বাসস) : হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৯ উপলক্ষে আজ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, ‘মানুষের সচেতনতা হেপাটাইটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘লাখ লাখ অজানা আক্রান্তের খোঁজে’।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ রাজধানীতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, বিশ্বের ২৯ কোটি মানুষ এখনো জানে না যে, তারা হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালেকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনস্টিটিউট এন্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। মূল বক্তব্যে তিনি সকলের সম্মিলিত প্রষ্টোয় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে হেপাটাইিটস নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেন।