ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেরাণীগঞ্জে সভা অনুষ্ঠিত

147

ঢাকা, ৩০ জুলাই, ২০১৯ (বাসস) : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেরাণীগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি ও কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফারজানা শেলী, একাডেমীক সুপারভাইজার হালিমা আক্তার, ডা. জাকির হোসেন,ডা.নূশরাত শারমীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ সাহেব আলী ও সালমা জেসমিন বিভা ।
সভায় বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন পরামর্শপ্রদানসহ সবাইকে সজাগ ও সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। এসময় উপজেলার সকল ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।