চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা ফের শুরু হচ্ছে

274

সাংহাই, ৩০ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র ও চীনের আলোচকরা বিশ্বের এমফ দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ফের শুরু করতে মঙ্গলবার সাংহাইয়ে বৈঠক করতে যাচ্ছেন। শপয এক্ষেত্রে উভয় পক্ষ দ্রুত কোন চুক্তির আশা করছে না। খবর এএফপি’র।
প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে অভিযুক্ত করায় গত মে মাসে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর এই প্রথমবারের মতো তারা চীনের বাণিজ্যিক কেন্দ্রে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন।
দু’দিনব্যাপী এ আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার ও বাণিজ্যমন্ত্রী স্টিভান মুচিন নেতৃত্ব দেবেন।