ব্রাজিলে উপজাতি নেতা হত্যায় জাতিসংঘের নিন্দা

239

জেনেভা, ৩০ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): ব্রাজিলের আমাজনের এক উপজাতি নেতাকে হত্যা করায় সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান এর নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।
আমাজনের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাপার আভ্যন্তরীণ এলাকা নিয়ন্ত্রণকারী ওয়াইআপি এলাকার প্রধানের লাশ গত সপ্তাহে একটি নদীতে পাওয়া গেছে।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচলেট বলেন, ‘হত্যাকা-টি দু:খজনক ও নিন্দনীয়’।