বাজিস-২ : বগুড়ায় যমুনার পানি বিপদসীমার নীচে : সারিয়াকান্দির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

130

বাজিস-২
বগুড়া- যমুনার পানি
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার নীচে : সারিয়াকান্দির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
বগুড়া, ৩০ জুলাই, ২০১৯ (বাসস): জেলার যমুনা নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় সারিয়াকন্দির উপজেলার পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা সংলগ্ন বাঙালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা পূর্বাঞ্চলের নি¤œাঞ্চল থেকে পানি কমে আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধে আশ্রয় নেয়া মানুষ বাড়ি ঘরে যাবার প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু বাঙালী নদীর পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাঙালী সংলগ্ন ৪ টি উপজেলা শেরপুর, শাজাহানপুর ও, গাবতলী ও বগুড়া সদরের কিছু অংশ এখনও পানির নীচে রয়েছে।
সর্বশেষ মঙ্গলবার শেরপুর উপজেলার কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। এ উপজেলার নদী এলাকার নীচু এলাকাতেই বেশি পানি দেখা দিয়েছে। এ নিয়ে জেলার ৬ টি উপজেলা এলাকা প্লাবিত হয়েছে। ৬ টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, গাবতলী, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় ৭৫ হাজার পরিবারের প্রায় ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনা নদীর পানি হ্রাস পাওয়ায় সারিযাকান্দিতে বন্যা পরিস্থিতর উন্নতি হতে শুরু করেছে।
বগুড়ার শেরপুর উপজেলার বাঙালি ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর এলাকাসহ উপজেলার চারটি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। উপজেলার নতুন নতুন ফসলী জমি তলিয়ে গেছে।
জেলার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করলেও পানি বাড়ি ঘর থেকে পুরোপুরি নেমে যাায়নি। ফলে মানুষ এখনও বন্যা কবলিত বাড়ি ঘরে ফিরে যেতে পারেনি। বাঙালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্য ৪ টি উপজেলার মানুষ বন্যার পানির সাথে যুদ্ধ করে চলছে।
বাসস/সংবাদদাতা/১২৩৫/নূসী