বাজিস-১৬ : ঝালকাঠিতে তিন ড্রেজার মালিককে দুইলাখ ২৫ হাজার টাকা জরিমানা

266

বাজিস-১৬
ঝালকাঠি-জরিমানা
ঝালকাঠিতে তিন ড্রেজার মালিককে দুইলাখ ২৫ হাজার টাকা জরিমানা
ঝালকাঠি, ২৯ জুলাই ২০১৯ (বাসস) : জেলায় সুগন্ধা নদীতে অনুমোদন বিহীন বালু উত্তোলনের দায়ে আজ তিনটি ড্রেজারের মালিককে মোট দুইলাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত সুগন্ধা নদীতে অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এ জরিমানার আদেশ প্রদান করেন।
তিনটি ড্রেজারের মালিকদের প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে মোট দুইলাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ড্রেজার মালিকরা হলেনÑ জেলা শহরের স্টেশনরোড এলাকার বাসিন্দা মো. রিয়াজ, রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের মো. কাউয়ুম ও ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকার মো. কামাল হাওলাদার।
বাসস/সংবাদদাতা/২১১৫/এমকে