বাসস দেশ-৩৭ : পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইরি’র প্রতিনিধির পরিচয়পত্র পেশ

262

বাসস দেশ-৩৭
মোমেন-ইরি-পরিচিতি
পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইরি’র প্রতিনিধির পরিচয়পত্র পেশ
ঢাকা, ২৯ জুলাই, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার অব্যাহত রাখবে।
বাংলাদেশে ইরি’র নতুন প্রতিনিধি ড. হুমনাথ ভান্ডারি শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশকালে এ কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরি বাংলাদেশের সঙ্গে বিশেষ করে সার্বিক কৃষি উন্নয়নের অর্জনে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষিক্ষেত্রের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সহযোগিতা জোরদার অব্যাহত রাখবে।
এ সময় ভান্ডারি কৃষিক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞদের সামর্থ বিনির্মাণে ইরি’র সহায়তা অব্যাহত রাখার বিষয়টি পুনর্বক্ত করেন।
এ সময় তিনি ভিটামিন এ যুক্ত ধান ‘সোনালী ধান’ উদ্ভাবনে বাংলাদেশ রাইস রিসার্স ইনস্টিটিউট (বিরি)’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে বলে জানান।
পরিচয়পত্র গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভান্ডারিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেসমূহ তুলে ধরেন।
তিনি এ সময় বলেন, বাংলাদেশ খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জনে মাধ্যমে বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ স্থান দখল করেছে।
এ সময় তিনি বর্তমান সরকারের নেতৃত্বে স্বাধীনতা পর থেকে বিশেষত গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চিত্র তুলে ধরেন।
মোমেন এ সময় বাংলাদেশে তার দায়িত্ব সম্পাদনে সাফল্য কামনা এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
বাসস/সবি/এসই/২০১০/কেজিএ