ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন ৩১ জুলাই

325

ঢাকা, ২৯ জুলাই, ২০১৯ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বিশেষ অধিবেশন আগামী ৩১ জুলাই বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।
বিশেষ অধিবেশনে ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল মনোনয়ন করা হবে।
অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।