শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে এরোসল বিতরণ করছে ডিএসসিসি

210

ঢাকা, ২৯ জুলাই, ২০১৯ (বাসস) : ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে এরোসল বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ রাজধানীর সুরিটোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি কর্পোরেশনের পক্ষ থেকে সুরিটোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এরোসলের কার্টুন তুলে দেন।
আজ অঞ্চল ৪ এর আওতাধীন ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে এরোসল বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও এটি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাঈদ খোকন জানান।
এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।