জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান তাজুল ইসলামের

294

ঢাকা, ২৮ জুলাই, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনসাধারণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকারই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে। স্থানীয় সরকার শক্তিশালী করার অর্থ হলো জনসাধারণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। কাজেই সেবা প্রার্থীরা যাতে কাক্সিক্ষত সেবা সহজে পেতে পারে সে ব্যবস্থা নিতে হবে।
তিনি আজ রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে (৬১ জেলা, ৩ পার্বত্য জেলা ছাড়া) এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যানরা তাদের পদমর্যাদা পুনঃনির্ধারণসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং আশ^স্ত করে বলেন যৌক্তিক দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।